চট্রগ্রামে মালবাহী ট্রেনে আগুন

চট্রগ্রামে মালবাহী ট্রেনে আগুন

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামে এবার রেলের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের একটি মালবাহী রেলের বগিতে আগুনের খবর পেয়েছেন তারা। তবে ঘটনাস্থলটি নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। বৃহস্পতিবার রাত ১১  টার দিকে নগরীর সদরঘাট থানার এসআরবি রেল স্টেশনে রাখা দুটি ট্রেনে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফয়সাল বলেন, গত সপ্তাহে ট্রেনের এই বগিগুলো স্টেশনে এনে রাখা হয়। দেখে মনে হচ্ছে, সেগুলোতে দুষ্কৃতরা আগুন ধরিয়ে দিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে নগরীর ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।

তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।