ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে জয়ী হলেন বিল্লাল মিয়া

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে জয়ী হলেন বিল্লাল মিয়া

ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন বিল্লাল মিয়া। ৭৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

নির্বাচনে প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের মেয়র হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল আলম (আনারস প্রতীক) ও জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)।

জেলার ৯টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দেন। মোট ভোটার ছিলেন এক হাজার ৩৮৪ জন।

২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মারা গেলে পদটি শূন্য হয়।