কুষ্টিয়ায় ডাকঘর ভবন উদ্ধোধন

কুষ্টিয়ায় ডাকঘর ভবন উদ্ধোধন

সংগৃহীত

কুষ্টিয়া প্রধান ডাকঘরের আধুনিক নতুন ভবন উদ্ধোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শনিবার (০৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ভবন উদ্বোধন শেষে পলক বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানের আওতায় আগামী ৬ মাসের মধ্যে অলাভজনক প্রতিষ্ঠান দেশের ৬৪ জেলার ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে। 

এ জন্য কিভাবে, কি কি জিনিস প্রয়োজন হবে, কত অর্থের প্রয়োজন তা তিনি লিখিত আকারে ৭ দিনের মধ্যে পাঠানোর তাগিদ দেন ডাক বিভাগের কর্মকর্তাদের।

উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান, ডেপুটি পোস্ট মাস্টার কুষ্টিয়া মিরাজুল হক, কুষ্টিয়া প্রধান ডাক ঘরের প্রধান পোস্ট মাস্টার আবুল কালাম আছাদসহ রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী কালিশংকপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।