সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে গড়ে ওঠা নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৪৬ লাখ টাকা জরিমানা করেছেন। রবিবার সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর (সদর দপ্তর) ঢাকা সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমান করা হয়। এ সময় সাতটি ইটভাটা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, যেসব ইট ভাটার কাগজপত্র নেই- হাইকোর্ট সেব ইটভাটাগুলো হাইকোর্ট বন্ধের নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শাহজাদপুরের ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারায় নয়টি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে শাহজাদপুরের এমআরএম ব্রিকস-১, এমআরএম ব্রিকস-২, এমএমএইচ ব্রিকস-১, এমএসবি ব্রিকস, এবিএম ব্রিকস, এসআরএম ব্রিকসকে ৬ লাখ টাকা করে, এমএইচটি ব্রিকসকে ৫ লক্ষ টাকা, কেবিএম ব্রিকসকেক ৪লক্ষ টাকা ও এমএমএইচ ব্রিকস-২ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এগুলোর  মধ্যে ৭টি ইটভাটা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে। অভিযানকালে প্রত্যেকটি ইটভাটার কার্যক্রম উদ্যোক্তা তাৎক্ষণিক বন্ধ করে দিবেন মর্মে মুচলেকা দিয়েছেন। অভিযাকালে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।