সাংবাদিক রানার মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন

সাংবাদিক রানার মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন

ছবি : সংগৃহীত

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টায় ঝিনাইগাতী বাজারের ঐতিহাসিক আমতলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, সহ-সভাপতি জিয়াউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ দুদু, ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে সংশ্লিষ্ট ইউএনও এবং এসিল্যান্ডসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।