মুশফিককে টপকে নতুন মাইলফলক শান্তর

মুশফিককে টপকে নতুন মাইলফলক শান্তর

নাজমুল হাসান শান্ত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে ছবিটা পাল্টাতে চায় টাইগাররা। সে লক্ষ্যে জয় দিয়ে সিরিজ শুরু করল নাজমুল হাসান শান্তর দল। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে শ্রীলঙ্কাকে হারানোর দিনে নতুন রেকর্ড গড়েন শান্ত। 

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে একটি মাইলফলক স্পর্শ করলেন নাজমুল। গতকাল লঙ্কানদের ২৫৬ রানের জবাবে দলের জয়ে ১২৯ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা অপারিজত ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৫ম শতক হাকান তিনি। একই সঙ্গে টাইগার অধিনায়কদের হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি। 

ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে শান্তর ১২২ রানের ইনিংসিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে ২০১৪ সালে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১১৭ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের সেই রেকর্ড আজ ছাড়িয়ে গেছেন শান্ত। 

এদিকে অধিনায়ক হিসেবে সাকিব (৩), আশরাফুল (১), মুশফিক (১) ও তামিমের (১) পর পঞ্চম বাংলাদেশী অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন নাজমুল।