চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ

চাঁদপুরে ১২৭ মণ ইলিশসহ জাটকা জব্দ

সংগৃহীত

চাঁদপুরে কাঠের ট্রলারে পাচারকালে ৫ হাজার ১০০ কেজি (১২৭.৫ মণ) ইলিশসহ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর চরভৈরবী এলাকা দিয়ে কাঠের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব ইলিশসহ জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে কালীগঞ্জ থেকে আসা ঢাকাগামী কাঠের ট্রলারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৪৭০০ কেজি ইলিশ ও ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ইলিশ ও জাটকার মালিক হিসেবে কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দুপুরে এসব ইলিশ ও জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চিফ পেটি অফিসার এম. শফিকুর রহমান ও কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।