ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

সংগৃহীত

ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় হাসপাতালে পৌঁছান তিনি।

বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তার চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য বিএনপি নেত্রীকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ বলেছেন, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আরো হবে। রাতে তাকে ভর্তি করা হয়েছে। এখন মেডিকেল বোর্ডের সদস্যরা বসে তার সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।

এর আগে সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। এরপরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন বিএনপি নেত্রী।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।