টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত

সংগৃহীত

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার কিডনি দিবস উপলক্ষে টাঙ্গাইল ক্যামস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ করা হয়।

শেখ হাসিনা মেডিকেলের ৩য় গেটের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। সুপ্রিম নার্সিং কলেজ, টাঙ্গাইল ম্যাটস, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউট ও ক্যামস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের ডাক্তার নার্স, মেডিক্যাল অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা সচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে ক্যামস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ক্যামস টাঙ্গাইলের মেডিকেল অফিসার ডা. মো. আবিদ আল আজাদ, ক্রয় কমিটির সভাপতি মো. রকিবুল হোসেন রঞ্জু, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রিজিয়া পান্না ও টাঙ্গাইল ম্যাটসের কোর্স কো অর্ডিনেটর শরিফুল ইসলাম প্রমুখ।