ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাইয়ে চয়েস বাস সাথে সৌদিয়া বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. মঈনুল হোসেন জানান, হঠাৎ বৃষ্টি হওয়ায় সড়কে এই দূর্ঘটনা ঘটে। বাস যাত্রীদের উদ্ধার করে সহায়তা করেছি । ফায়ার সার্ভিসের অফিস মাত্র এক কিলোমিটার দূরে দ্রুত আসলে যাত্রীদের আরো ভালো সেবা দেওয়া যেতো।আহত যাত্রী কলি জানান, তারা সৌদিয়া বাসে ঢাকা থেকে চট্টগ্রামে পৌছার সময় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম ফাটোয়ারি জানান, দূর্ঘটনায় খবর শুনে ছুটে আসেন। বাস থেকে যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন।এ বিষয়ে কথা বলার জন্য জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।