ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ফের গণ-ইফতার ঘোষণা

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ফের গণ-ইফতার ঘোষণা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত ‘প্রোক্টিভ রামাদান’ শীর্ষক সেমিনারে ছাত্রলীগের হামলার প্রতিবাদের আবারও একই শিরোনামে সেমিনার ও গণ-ইফতারের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে সেমিনারটি অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এর আগে ছাত্রলীগের হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেয় তারা।

উল্লেখ্য, এর আগে ১৪ মার্চ ঢাকা দক্ষিণ মহানগরের আওতাধীন শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাওহিদুল ইসলাম ওরপে ‍সুজনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাটিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়।