রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফাইল ছবি

রাজধানী ঢাকার মোহাম্মদপুর, বনানী ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে মোহাম্মদপুরে দুইজন এবং বনানী, যাত্রাবাড়ীতে একজন করে মারা যান।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাকলী মোড়ে শাহজাহান (৭২) নামের এক পথচারী গাড়িচাপায় মারা যান বলে বনানী থানার ওসি কাজী শাহান হক জানান।

ওসি বলেন, রাস্তা পার হওয়ার সময় শাহজাহান দুর্ঘটনায় পড়েন।

পুলিশ বৃদ্ধকে চাপা দেওয়া ওই গাড়িটির কোনো খোঁজ বের করতে পারেননি বলে জানান তিনি।

আরেকটি দুর্ঘটনা ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টার দিকে। যাত্রাবাড়ী থানার ওসি ফরমান আলী বলেছেন, গাড়ির ধাক্কায় আবুল কালাম আজাদ নামের এক পথচারী মারা গেছেন।

আবুল কালাম আজাদের নাম ছাড়া অন্য কোনো তথ্য জানা যায়নি বলে ওসি ফরমান আলী জানান।

আর রাত ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়ূর ভিলার সামনে দুর্ঘটনায় দুইজন নিহত হন।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়ূর ভিলার সামনে কভার্ডভ্যানের ধাক্কায় একটি বাইক থেকে দুজন ছিটকে পড়েন। ওই বাইকে আরোহী ছিলেন তিনজন।

তিনি জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ব্যবসায়ী আব্দুল হাই লিটন তার ১১ বছরের সন্তান রিফাত এবং ১৭ বছর বয়সের শ্যালক ফাহাদকে মটরসাইকেলে করে মোহাম্মদপুর টাউনহল থেকে বছিলার ওপারে ওয়াসপুরের বাসায় ফিরছিলেন। ময়ূরভিলার কাছে একটি কভার্ডভ্যান তাদের মটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয় আর ফাহাদকে পপুলার হাসপাতালে নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করে এর চালক আবু জাহিদ রাজুকে গ্রেফতার করেছে।