রশিদ খানের ফেরার ম্যাচে হারল আফগানিস্তান

রশিদ খানের ফেরার ম্যাচে হারল আফগানিস্তান

ফাইল ছবি

আফগান লেগ স্পিনার রশিদ দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে। পিঠের চোটের কারণে ছুরিকাঁচির নিচেও যেতে হয়েছিল তাকে। এ কারণে চার মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবে অস্ত্রোপচার এবং পুনর্বাসন শেষে অবশেষে গতকাল ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই কাল মাঠে নেমেছিলেন তিনি। তবে এইলেগ স্পিনারের ফেরার দিনে হারতে হয়েছে আফগানদের।

দীর্ঘ চার মাস পর মাঠে ফিরলেও নিজের ছন্দ ঠিকই ধরে রেখেছেন রশিদ। সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানদের নেতা তিনি। মাঠে ফিরে কালও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। টসে জিতে আগে বল করতে নেমে আইরিশদের চাপেই ফেলেছিল আফগানিস্তান।

তবে হ্যারি টেক্টরের ৩৪ বলে ৫৬ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দীর্ঘদিন পর মাঠে ফিরেই ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রশিদ।

এদিকে রশিদের দুর্দান্ত পারফর্ম্যান্সের দিনেও ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি রহমানুল্লাহ গুরুবাজ, ইব্রাহিম জাদরানরা। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা।

জশ লিটল, বেন হোয়াইটের তোপের মুখে শেষ পর্যন্ত অল আউট হয় ১১১ রান করে। ফলে ৩৮ রানের জয় পায় আয়ারল্যান্ড। আগামীকাল রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় মাঠে নামবে দুই দল।