তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৩৪

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৩৪

সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টাকালে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, লিবিয়া উপকূল থেকে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। পথিমধ্যে এটি ডুবে যায়। তবে নৌকাটি ঠিক কখন ডুবেছে এ বিষয়ে প্রতিবেদনটিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ন্যাশনাল গার্ড জানিয়েছে, তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জার্জিসের উপকূলে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে আরও ৫ জন অভিবাসপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

দেশটির ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম জেবাবলি জানিয়েছেন, দুই দিনে ইতালির পথে রওনা হওয়া ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছেন তারা।

সাম্প্রতিক সময়ে আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়ানসহ আফ্রিকানদের মধ্যে নৌকায় করে ইতালি পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।