হাতাহাতির ঘটনায় সংশ্লিষ্টরা ৪ ম্যাচ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
ঘরোয়া হকি লিগে অনেক ন্যক্করজনক ঘটনাই ঘটে। প্রায় তিন বছর পর আবার শুরু হওয়া হকি লিগও নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি উষা ও পুলিশের খেলায় হাতাহাতি হয়েছে। এ নিয়ে লিগ কমিটি আজ দুপুরে হকি ফেডারেশনে জরুরি সভা করেছে।
জরুরি সভা শেষে কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, 'ঐ ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সংশ্লিষ্টদের চার ম্যাচ বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।' শাস্তি প্রদান প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, 'লিগ কমিটি নিবন্ধনকৃত খেলোয়াড়ের ওপরই কেবল নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। সেই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'
লিগ কমিটির সাধারণ সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না ও লিগ কমিটির দুই যুগ্ম সম্পাদক ঐ ঘটনার ফুটেজ পুনরায় দেখবেন। এই প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক মুন্না বলেন, 'উষা ও পুলিশ দুই দলকে সতর্ক করা হয়েছে। পুলিশ উষার টেন্টে উদ্ধত আচরণ করেছে। পুলিশের তিন খেলোয়াড়কে সাময়িকভাবে চিহ্নিত করা হয়েছে। পুনরায় বড় প্রজেক্টরে ভিডিও দেখে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।'
উষা-পুলিশ ম্যাচ ছাড়াও চলমান লিগের আরো কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। খেলা চলাকালে ক্লাব-ফেডারেশন সংশ্লিষ্ট অনেকেই টার্ফের আশেপাশে থাকেন। আজকের সভায় ডাগ আউট টেন্টের বাইরে কাউকে না থাকার সিদ্ধান্ত হয়েছে, 'দুই টেন্টে ক্লাবের সুনির্দিষ্ট কর্মকর্তা ছাড়া কেউ থাকতে পারবে না। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশের মূল গেট বন্ধ থাকবে। অন্য গেটগুলোও বন্ধ থাকবে যাতে দর্শক বা ক্লাবের অতিরিক্ত কর্মকর্তা প্রবেশ করতে না পারে।'
ঘরোয়া হকি মানেই আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য এবং মাঠের বাইরে প্রতিবাদ। এই বিষয়টিও আজ সভায় জোরালো আলোচনা হয়েছে, 'আমরা প্রতিটি দলকে নিয়ম অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। লিখিত আকারেও নির্দেশনা যাচ্ছে। আম্পায়ার বা কোনো কারণে খেলার মধ্যে দশ মিনিটের বেশি অপেক্ষা করলে সেটা রিফিউজ টু প্লে হিসেবে গণ্য হবে’, বলেন লিগ কমিটির সম্পাদক।
হকিতে অনেক দিন ধরেই লিগ কমিটির চেয়ারম্যান পদাধিকার বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের ডিসি। বাংলাদেশ পুলিশ হকি লিগের অন্যতম দলও। চলমান লিগে পুলিশ দলের আচরণ ছিল শৃঙ্খলা বর্হিভূত। এ প্রসঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, 'কমিটির চেয়ারম্যান হিসেবে আমার কাছে সকল দলই সমান এবং সকল দলকেই সমান শৃঙ্খলা মেনে চলার অনুরোধ।'