আইসিসির পুরস্কার হাতে পেলেন নাহিদা

আইসিসির পুরস্কার হাতে পেলেন নাহিদা

ছবি: সংগৃহীত

গত বছরের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় হন নাহিদা আক্তার৷ গতকাল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দারুণ সেই অর্জনের স্বীকৃতির পদক তুলে দেওয়া হয়েছে এই বাঁহাতি স্পিনারের হাতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। আজকের অনুশীলনের পর নাহিদাকে মাস সেরার খেতাব তুলে দেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী৷ সেই সময়ে নাহিদার সাথে উপস্থিত ছিল পুরো বাংলাদেশ দল। পরে সতীর্থদের সাথে পদক নিয়ে ফটোসেশন সারেন নাহিদা।

জাতীয় দলের সতীর্থ ফারজানা হক পিংকী ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে মাস সেরা হন নাহিদা। এর আগে গত অক্টোবরেও মনোনোয়ন পেয়েছিলেন তিনি।  

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ১৪.১৪ গড়ে ৭ উইকেটে শিকার করেন নাহিদা। তার দারুণ  বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতে বাংলাদেশ। সিরিজ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।