মেজর হাফিজকে ইস্যু করে সরকার ফায়দা লুটতে চায়: মঈন খান

মেজর হাফিজকে ইস্যু করে সরকার ফায়দা লুটতে চায়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান

সরকার কি ক্ষমতা হারানো ভয়ে আছে? যার কারণে বিএনপির নেতাকর্মীদের উপর এখনো নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে? এমন প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খানের। বিএনপিকে হেয় করতে মেজর হাফিজকে ইস্যু করে সরকার ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মার্চ) সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী কারাবন্দি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পরিবারের খোঁজ খবর নিতে তাঁর ধানমন্ডির বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই, সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। গণতন্ত্র হরণ করে ক্ষমতা পাকাপোক্ত করতে প্রশাসন বিচারবিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। নির্বাচনের আগে বিরোধী দলগুলোকে কব্জা করতে সরকার যে চেষ্টা করেছে মেজর হাফিজের ঘটনাই তার প্রমাণ।