অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। এই সফরে তারা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যা শুরু হবে ওয়ানডে দিয়ে। আজ সিরিজের প্রথম ম্যাচে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে দুই দল।

পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ তারিখ। এই সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই অজিদের হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তিনি বলেন, ‘আমাদের একটা ফিফটি-ফিফটি সিচুয়েশন আছে। আমাদের হোম অ্যাডভান্টেজ আছে। তাই জেতার একটা সুযোগ রয়েছে। আমাদের হোম কন্ডিশনে খেলা, তো এখানে ওরা কী রকম খেলে এটা দেখার বিষয়।’

এ সময় সফরকারীদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে টাইগ্রেসদের এমনটিও জানান তিনি। এ নিয়ে শিপন বলেন, ‘সিরিজ জেতাটা আমাদের লক্ষ্য। কারণ বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গেলে আমাদের অনেকগুলো পয়েন্ট দরকার ওয়ানডে সিরিজে। ঐ পয়েন্টের জন্যই মূলত আমরা টার্গেট করছি।’

দুই দলের অর্জন ও শক্তিমত্তার অনেক ব্যবধান থাকলেও গেল এক বছরের মধ্যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এই সিরিজে সাহস যোগাবে নিগারদের। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সেটাই তুলে ধরেছেন নিগার সুলতানা জ্যোতি।