নাইজারে সন্ত্রাসী হামলা, ২৩ সৈন্য নিহত

নাইজারে সন্ত্রাসী হামলা, ২৩ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুরকিনা ফাসো এবং মালির সীমান্তের কাছে একটি আক্রমণের সময় পশ্চিম নাইজারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নাইজারের সৈন্যরা তিন দেশের সীমান্তের তিলাবেরি অঞ্চলে মঙ্গলবার ও বুধবার নিয়মিত নিরাপত্তা টহল কাজে নিয়োজিত ছিল এবং এ সময় জটিল অ্যামবুশ আক্রমণে তারা নিহত হয় বলে জানায় নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ৩০ জন সন্ত্রাসীও নিহত হয়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুন, চাঁদাবাজি, গবাদি পশু জোর করে নিয়ে যাওয়ায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের কবল থেকে স্থানীয় লোকজনকে রক্ষায় ওই সৈন্য দলটি সেখানে কাজ করছিল।

এ সময় দলটির ওপর অতর্কিত হামলা চালায় ১০০ জনের বেশি সন্ত্রাসী। তেগুয়ে ও বানকিলারে এলাকার মাঝামাঝি অবস্থানে থাকা সৈন্যদের ওপর আত্মঘাতী গাড়ি হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করে তারা। হামলায় ২৩ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও ১৭ জন আহত হয়।