রাজশাহীতে নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার, একজন গ্রেফতার

রাজশাহীতে নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার, একজন গ্রেফতার

প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম মুনসুর আমিন (৪৫)।

আজ রবিবার আরএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালায়। আগে থেকে পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতে এক ব্যক্তি নকল প্রসাধনী তৈরি করছে। অভিযান চালিয়ে পুলিশ মুনসুর আমিন নামে একজনকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে মুনসুর আমিন পুলিশকে জানিয়েছে, সে বিভিন্ন কোম্পানির স্টিকার বা মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করে।