রাজধানীতে বাথরুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানীতে বাথরুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। শনিবার ভাটারার খাপাড়ার এক পাকা বাথরুম থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রকিব হোসেন মুন্না (৩২), রাশেদুজ্জামান খান রাজু (৩৫), মো. শারিকুল ইসলাম খান (৪৫), মো. আজিম পাটোয়ারী (৩৪), মো. মাহবুব খান (৩৫), মৃত আক্কাস খানের ছেলে শরীফ খান (৩৩) ও মো. সোহরাব খান (৩৩)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গত ১৮ মার্চ ভাটারার জোয়ারসাহারার খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটির রিক্সার নম্বর প্লেটকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আসামিরা মোন রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে দেশি ও বিদেশি অস্ত্র দিয়ে হামলা করে। এই সময় আসামি মো. রাশেদুজ্জামান খান রাজু প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়ে। অপর অস্ত্রধারী আসামি রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে মো. রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ের উরুতে লেগে গুরুতর জখম হয়। পরে অস্ত্রধারী তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে ও প্রযুক্তিগত সহায়তায় ঢাকা মহানগরসহ গাজীপুর জেলা, মাদারীপুর জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খাপাড়ায় একটি পারিবারিক কবরস্থানের বিপরীতে লোহার গেটের ভেতর পাকা বাথরুমের তালা ভেঙ্গে তল্লাশি করে গোয়েন্তা পুলিশ। এ সময় সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি শর্টগান, ১টি পুরাতন রিভলবার যাহার যন্ত্রাংশ খোলা ও ভাঙ্গা, ১টি ৯এমএম পিস্তল- যা পুরাতন ও ভাঙ্গা, ৭৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড শটগানের কার্তুজ, ২১০ রাউন্ড গুলির খোসা, ৫টি পুরাতন ম্যাগাজিন, ৪০গ্রাম বারুদ সদৃশ পদার্থ, ৬০পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।