তিনটি মেসেজ পিন করার ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

তিনটি মেসেজ পিন করার ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করে রাখার ফিচার আনা হয়েছিল গত বছর। তবে এখন থেকে যে কোনো চ্যাটের জন্য একটি মেসেজ নয়, বরং ৩টি গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার ফিচার আসছে।

আমেরিকান অনলাইন প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ৩ টি মেসেজ পিন করতে পারার নতুন ফিচার সম্পর্কে ঘোষণা দেন। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথম হোয়াটসঅ্যাপে এই মেসেজ পিনের অপশনটি যুক্ত করা হয়।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনমতো ৩টি মেসেজ পিন করে রাখতে পারবেন, যা সেই ব্যক্তির সঙ্গে করা চ্যাটবক্সের প্রথমেই দেখাবে। প্রয়োজনে এগুলো আনপিন করে, আবার নতুন কোনো মেসেজকে পিন করা যাবে। সেইসঙ্গে নির্দিষ্ট সময়ের জন্যও পিন করা যাবে এই মেসেজগুলো।