হত্যা মামলায় অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

হত্যা মামলায় অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

রংপুর মহানগরের হাজীরহাট থানায় করা হত্যা মামলার আসামি অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ ও ব্যাটারি চালিত চোরাই রিকশা উদ্ধার করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো: আল ইমরান হোসেনের নেতৃত্বে হাজীরহাট থানার ওসি মো: রজব আলীসহ একটি ফোর্স শনিবার রাতে অভিযানে যায়। হাজীরহাট থানার হত্যা মামলায় গ্রেফতারকৃত নব মুসলিম মিলন মিয়া, মো. সোহাগ, আজিজুল হক ও মো. মোস্তাকিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অজ্ঞান কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ঘুমের ওষধসহ ভিকটিমের ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়। আসামিরা সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও চোরাই অটো চার্জার ক্রয়-বিক্রয়ের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে জানায়।   

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো: আল ইমরান হোসেন গণমাধ্যমে জানান, আরপিএমপি কমিশনার মো: মনিরুজ্জামান স্যার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই রংপুর মহানগরে মাদক ও জুয়া নিরোধ এবং চুরি  ছিনতাই রোধে জিরো  টলারেন্স নীতি গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আমরা একটি হত্যা মামলার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার রাতে অভিযানে গিয়ে মামলার আলামত উদ্ধার ও জব্দ করি। আসামিদের একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত অব্যাহত আছে।