বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি কার্যক্রম। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশনের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড এর পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ২৬ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ১ দিন বন্ধ থাকবে। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পূনরায় আমদানি রফতানি কার্যক্রম চলবে।

‘এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর যৌথ উদ্যোগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত হবে রিট্ট্রিট সেরিমনি। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে উভয় দেশের পতাকা নামানো, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।