শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট

শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট

ছবি: প্রতিনিধি

শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট

তরিকুল ইসলাম তারেক: মহান স্বাধীনতার ৫৩তম দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোর।

এসব কর্মসূচিতে মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। 

২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন করেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।

পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর হয়ে প্রধান গেট ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মেডিকেল কলেজের ডা. মো: সালাহ উদ্দীন খান লেকচার থিয়েটারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় মিলিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম।

৪র্থ বর্ষের ছাত্রী নাফিসা আনজুম শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন ৩য় বর্ষের ছাত্রী তাবাসসুম নিধি ও আসমাউল হুসনা অহনা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল কলেজের পক্ষ থেকে যশোর শহরের মণিহার সিনেমা হল চত্বরে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো: হাসানুজ্জামান, অধ্যাপক ডা. মারুফা আখতার, ডা. মীর মুয়ীদুল ইসলাম, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন।