করোনায় এখন পর্যন্ত ৭২জন চিকিৎসকের মৃত্যু

করোনায় এখন পর্যন্ত ৭২জন চিকিৎসকের মৃত্যু

ফাইল ছবি

 বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন।

শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক।

এছাড়া ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে সর্বমোট ৭৬৬০ ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য ২৫৯১ জন চিকিৎসক, ১৯২০ জন নার্স এবং ৩১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হন।