বাস তল্লাশি করে গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক ১

বাস তল্লাশি করে গাইবান্ধায় ফেনসিডিলসহ আটক ১

প্রতিকী ছবি

গাইবান্ধার পলাশবাড়িতে ফেনসিডিলসহ মীর মো. সানোয়ার হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতার সানোয়ার হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনোকগ্রাম এলাকার মীর মো. আব্দুস সালামের ছেলে।বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পলাশবাড়ি পৌর শহরের মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা পলাশবাড়ি থানা পুলিশ। এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আসামি সানোয়ার হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে।