নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নাখালপাড়া বড় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। মোয়াজ পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফের ছেলে।

খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাড়ির সদস্যরা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

নিহতের চাচা কাউসার জানিয়েছেন, মোয়াজ বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। তার বাবা তাকে তার ফুপুর বাড়িতে রেখে মাদ্রাসায় পড়ুয়া মেয়ে আনতে গিয়েছিলেন। সে কোনো ফাঁকে বাসা থেকে বের হয়ে রেললাইনে চলে যায়, তা কেউ দেখেনি। দুর্ঘটনার পরপর লোকজন তার স্বজনদের খবর দেন। ছেলেটিকে ওই এলাকার লোকজন চিন্তেন। তাদের বাসা রেল স্টেশনের কাছেই। তার বাবা ছোট ছেলেমেয়েদের আরবি পড়াতেন। মোয়াজরা ছিল এক ভাই এক বোন।