সাভারে বাড়ির ছাদে গাঁজার চাষ, গ্রেফতার ১

সাভারে বাড়ির ছাদে গাঁজার চাষ, গ্রেফতার ১

প্রতীকী ছবি

সাভারে মাংস বিক্রির আড়ালে নিজের বাড়ির ছাদে অভিনব কায়দায় গাঁজার বাগান গড়ে তুলেছেন এক কসাই। টবের মধ্যে এ গাঁজার বাগানটি দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান। কিন্তু এ বাগানে ফলানো গাঁজার গাছ তিনি বিক্রি এবং নিজে সেবন করতেন।

এমন গোপন খবরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাছসহ হাজী শুকুর আলী (৫২) নামের ওই কসাইকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সাভার পৌরসভার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় কসাই শুকুর আলীর বাড়ির ছাদে চাষ করা বেশ কয়েকটি গাঁজার গাছ জব্দ করা হয়। 

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, বাড়ির ছাদে অনেকটা অভিনব কায়দায় গাঁজা চাষাবাদের অভিযোগে আটক শুকুর আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।