ফরিদপুরে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই

ফরিদপুরে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই

প্রতিকী ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে আগুনে পুড়ে গেছে তিনটি পরিবারের বসতবাড়িসহ পাঁচটি ঘর। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বড় গাজীরটেক গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

আগুনে ওই গ্রামের বাসিন্দা শেখ জলিলের ছেলে কৃষক শেখ তোতার (৪৪) একটি ছাপড়া ঘর, একটি রান্না ঘর ও একটি গরু, শেখ আবেদের ছেলে কৃষক শেখ কুরমানের (৬৪) চারচালা টিনের বসত ঘর, দোচালা ছাপড়া ঘর এবং কুরমানের বৃদ্ধা বোন মালেকা বেগম (৬২) দোচালা একটি বসত ঘর পুড়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে শেখ তোতার রান্না ঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

বাতাস থাকায় আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চরভদ্রাসন দমকল বাহিনীর একটি দল এসে এক ঘন্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নেভায়। তবে তার আগে ওই ঘরগুলির মধ্যে থাকা আসবাবপত্রসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

চরভদ্রাসন দমকল বাহিনীর স্টেশন মাস্টার মোর্তজা ফকির বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।গাজীরটেক ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে দমকল বাহিনীর সহায়তায় এলাকাবাসী মিলে আগুন নেভানো হয়।