রূপরুটিনেও রাখুন তরমুজ

রূপরুটিনেও রাখুন তরমুজ

ছবি: সংগৃহীত

গরম পড়তেই কমবেশি সবার খাবার টেবিলেই শোভা পাচ্ছে তরমুজ। রসালো এই ফল কিন্তু শরীরের যত্নেই নয় ত্বকের যত্নেও ভীষণভাবে কার্যকরী। গরমে ত্বকের বাড়তি যত্নে কাজে লাগাতে পারেন মৌসুমি ফলটি: 

টমেটো-তরমুজ ফেসপ্যাক
ত্বক পরিস্কার করতে টমেটোর তুলনা নেই। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে টমেটো ও তরমুজের ফেসপ্যাকটি বিশেষভাবে আপনার জন্য কার্যকরী। তরমুজের মিশ্রণে সঙ্গে টমেটোর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। কয়েকবার ব্যবহারে ত্বকে আসবে দারুণ জেল্লা। 

তরমুজ-টক দই ফেসপ্যাক 
গরমে দই শব্দটি যেন আরাম দেয়। শরীর ঠান্ডা রাখতে দই আর তরমুজের তুলনা হয় না। তাই ত্বককে আরাম দিতে তৈরি করে নিতে পারেন উপকরণ দুটির সংমিশ্রণে ফেসপ্যাক। শুরুতে টক দই ভালো করে ফেটিয়ে নিন। এর মধ্যে তরমুজ ও সামান্য মধু মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এটি ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল।

তরমুজ-কলা ফেসপ্যাক
কলা খেতে যেমন সুস্বাদু তেমনি ত্বক ও চুলের যত্নেও এর জুড়ি মেলা ভার। ১ কাপ তরমুজ ও ২ টি পাকা কলা একসঙ্গে মেখে একটি মিশ্রণ বানিয়ে নিন। বাইরে থেকে ফিরে এই প্যাকটি ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। এতে ত্বক হবে টান টান, মসৃণ ও উজ্জ্বল।