রাশিয়ার নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল মোইসিভ

রাশিয়ার নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল মোইসিভ

ছবিঃ সংগৃহিত।

রাশিয়ার নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিভ। মঙ্গলবার (২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্চ থেকে তিনি এই পদে ভারপ্রাপ্ত কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মীদের সঙ্গে একটি কনফারেন্স কলে যোগ দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কল চলাকালীন তিনি এই তথ্য জানিয়েছিলেন। এসময় তিনি আরও বলেছিলেন, ভাইস অ্যাডমিরাল কনস্টান্টিন কাবন্তসভকে উত্তর নৌবহরের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার হিসেবে ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুকের নাম দেওয়া হয়েছিল।

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার ইউক্রেনের সফল হামলার পর দেশটির সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে বরখাস্ত করেছিল রাশিয়া। তখনই তাকে স্থলাভিষিক্ত করে ভারপ্রাপ্ত কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিভ।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কালিনিনগ্রাদে জন্মগ্রহণ করেন মোইসিভ। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ছিটমহলের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি। তবে কর্মজীবন শুরু করেছিলেন নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে। ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন তিনি।