গ্যাস লাইন বিষ্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিরিয়া

গ্যাস লাইন বিষ্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিরিয়া

গ্যাস লাইন বিষ্ফোরণে গোট সিরিয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিরিয়ার অন্যতম আরব গ্যাস পাইপলাইনে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর পুরো দেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার ভোর রাতের এই বিস্ফোরণের পর কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির বিদ্যুৎ মন্ত্রী জুহাইর খারবোতলি সানাকে বলেছেন, সোমবার ভোরের দিকে রাজধানী দামেস্কের একটি এলাকায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে পুরো দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কয়েকটি পাওয়ার স্টেশনে পুনঃসংযোগ দেয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

জ্বালানি মন্ত্রী আলি ঘানেম বলেন, দক্ষিণাঞ্চলীয় সিরিয়ায় গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনে বিস্ফোরণের কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। ৩৬ ইঞ্চির এ পাইপ দিয়ে দেশের দক্ষিণের তিনটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। 

তবে অনেক আবাসিক এলাকা এখনো অন্ধকারেই রয়েছে। বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার।