দেরিতে ট্রেন ছাড়ার কারণ জানালেন স্টেশন ম্যানেজার

দেরিতে ট্রেন ছাড়ার কারণ জানালেন স্টেশন ম্যানেজার

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের বিশেষ ট্রেনযাত্রা শুরু হয়েছে।আজ বুধবার সকাল থেকেই কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে আন্তঃনগর ট্রেন ছেড়েছে। তবে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে ছাড়তে বিলম্ব করেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, ‘শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে একটি ট্রেন ছাড়তে কিছুটা সময় বিলম্ব হয়েছে। আপনারা জানেন, আজ ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। আমরা গত ২৪ মার্চ ট্রেনের যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম সেটির আজ প্রথম দিন।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা সবগুলো ট্রেনই যথাসময়ে ছাড়তে পেরেছি। শুধু একটি ট্রেনের এক ঘণ্টা ডিলে (দেরি) হয়েছে। এর কারণ, উত্তরবঙ্গের বা পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো সেখান থেকে আসার পর আবার প্রস্তুত করে সেগুলো ফিরতি ট্রিপে চালাতে হয়। ওই ট্রেনগুলো যদি বিলম্বে কমলাপুর আসে তাহলে আমাদেরও বিলম্বে ছাড়তে হয়।’

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আরও বলেন, ‘আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মানুষের ভিড় বেশি। সেজন্য প্রতিটি স্টেশনেই যাত্রী উঠানামার জন্য দুই মিনিট করে সময় বাড়ানো হয়। সেজন্য কিছুটা সময় বিলম্ব হয়েছে। আর মূল কথা হচ্ছে, মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আমরা আশা করছি গতবারের মতো এবারও সবাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন।’