জ্যেষ্ঠ ইমাম-মুফতিদের গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই

জ্যেষ্ঠ ইমাম-মুফতিদের গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই

ছবি: সংগৃহীত

যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদেরকে গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাই। আসন্ন ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা।

দুবাইয়ের রাজ্য সরকার ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। গোল্ডেন ভিসার পাশাপাশি আর্থিক ভাবেও তাদের সম্মানিত করা হবে বলে ঘোষণায় জানিয়েছেন শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

প্রসঙ্গত, দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়ে থাকে। অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো। কারণ গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান। এক কথায় দুবাইয়ের গোল্ডেন ভিসাধারীরা সেখানকার সমাজের ‘ভিআইপি’।

এর আগে গত মাসে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়িয়েছিল দুবাইয়ের রাজ্য সরকার। সূত্র : আল আরাবিয়া