নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। প্রাথমিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ‘নিউইয়র্ক শহর আজ শুক্রবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এদিন ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো শহরজুড়ে ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে।

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হোচুল বলেন, ‘আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা সারা দিন জনসাধারণকে এ বিষয়ে আপডেট জানাব।’

নিউইয়র্ক সিটির একজন বাসিন্দা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমাদের পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে। আমি ভয় পেয়ে গেলাম।’