রমজানের শেষ দিনগুলো যেভাবে কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

রমজানের শেষ দিনগুলো যেভাবে কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

সংগৃহীত

কোরআন পড়ে ও নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের শেষ দিনগুলো কাটাচ্ছেন গাজার বাস্তুচ্যুতরা। দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজা উপত্যকার প্রায় সব বাসিন্দা। তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন রাফাহতে। বর্তমানে রাফাহতে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে।

শনিবার (৬ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলো নিউজ গাজার দেঈর এল-বালাহর সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ। যেগুলোতে দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ।

একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে বসে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ৮০ হাজারের বেশি মানুষ।

পবিত্র রমজান মাস শেষ প্রান্তে চলে আসার পর ঈদকে বরণ করে বিশ্বের সব মুসল্লি প্রস্তুতি নেন। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

সূত্র: আলজাজিরা