ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের ৩ জামাত

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের ৩ জামাত

ছবি: সংগৃহীত

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঈদের প্রধান জামাাত অনুষ্ঠিত হবে। এ বছর ঈদুল ফিতরের নামাজের জন্য  ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাট জাদুঘর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন ৩টি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান জামাতে ৯ থেকে ১০ হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাগেরহাট জাদুঘরের কাষ্টডিয়ান মোহাম্মদ জায়েদ জানান, ঈদের দিন ষাট গম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। প্রথম জামাতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।

এদিকে খানজাহান (র.) মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। ইমামতি করবেন খানজাহান র. মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ।