থাইল্যান্ডে তৃতীয় বাংলাদেশের ফিদে মাস্টার
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের নাখন নায়কের ইনগটার্ন রিসোর্টে অনুষ্ঠিত ২য় নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন চেস কেডে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় তৃতীয় হয়েছেন। নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে দ্বিতীয় স্থানের জন্য টাইব্রেকিংয়ে তৃতীয় হন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদে মাস্টার নাইম হক অষ্টম হয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ১৪তম হয়েছেন। এ টুর্নামেন্ট হতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ২৪ রেটিং ও ফিদে মাস্টার নাইম হক ২০ রেটিং বৃদ্ধি করেছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ২ রেটিং এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৪০ রেটিং কমিয়েছেন।
আজ শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের এ আরাভ ও ফিদে মাস্টার নাইম হক ভারতের আপার সাক্সেনার সাথে ড্র করেন। ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান রাশিয়ার ক্রিস্টোপভ কন্সটেনটিনকে পরাজিত করেন।
ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। ১৩ টি দেশের একজন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ মোট ৩০ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, নেপালের ভুতওয়াল শহরে অনুষ্ঠিত কর্নেল উজির সিং থাপা ইন্টারন্যাশনাল রেটিং দাবা প্রতিযোগিতায় -অনুর্ধ্ব-২০০০ রেটিং এ বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ১৬ তম হয়েছেন। আজ শেষ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ভারতের শশী প্রকাশের সাথে ড্র করেন। এ ইভেন্টে আট পয়েন্ট করে নিয়ে ভারতের সুধির কুমার সিনহা চ্যাম্পিয়ন ও নেপালের ফিদে মাস্টার রূপেস জয়সওয়াল রানার-আপ হন। ৪ টি দেশের ১৫৩ জন দাবাড়ু এ ইভেন্টে অংশগ্রহণ করেন।