পদত্যাগের কথা জানালেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগের কথা জানালেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে হেরেছে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। এরপরই দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু এবং প্রায় সব সিনিয়র নেতা পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্টের অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, হান মৌখিকভাবে রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এছাড়া চিফ অফ স্টাফ এবং মুখ্য সচিবসহ সমস্ত সিনিয়র প্রেসিডেন্ট সচিবরা জাতীয় নিরাপত্তা অফিসে সহকারী ছাড়া পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন।

প্রেসিডেন্ট ইউন বলেছেন যে, তিনি বিনীতভাবে জনগণের ইচ্ছাকে গ্রহণ করবেন। নির্বাচনে উদারপন্থী বিরোধী ব্লক সংসদীয় নির্বাচনে তিন-পঞ্চমাংশেরও বেশি আসন জিতেছে, যাকে ইউনের রাষ্ট্রীয় বিষয়ের ব্যবস্থাপনার মূল্যায়ন করার জন্য একটি মধ্য-মেয়াদী গণভোট হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় রক্ষণশীল সংবাদপত্র ডং-এ ইলবো বলেছে যে ভোটাররা ইউনের সরকারের বিষয়ে রায় দিয়েছেন, যিনি ২০২২ সালের মে মাসে ডেমোক্রেটিক পার্টিকে ব্যাপক বিজয়ের প্রস্তাব দিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন।