সদরঘাটে দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট স্থগিত

সদরঘাটে দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট স্থগিত

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট টার্মিনালে লঞ্চের ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে পন্টুনে থাকা ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি জানান, এমভি ফারহান-৬ এবং এমভি তাসরিফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ জানান, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রতি মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই লঞ্চের ম্যানেজার ও কর্মচারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।