বোন হারালেন বিসিবির প্রধান নির্বাচক লিপু

বোন হারালেন বিসিবির প্রধান নির্বাচক লিপু

বিসিবির প্রধান নির্বাচক লিপু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একনাত্র বোন আফরোজা আক্তার আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সকালে উত্তরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিপুর বোন। এদিকে প্রধান নির্বাচকের বোনের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

লিপু বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গত ফেব্রুয়ারিতে। তিনি ছাড়াও নির্বাচক কমিটিতে আরও আছেন আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার।

বর্তমানে প্রধা নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা লিপু পূর্বে বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান।

এছাড়া ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত সময়ে জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি, খেলেছেন সাতটি ওয়ানডে।