রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী

রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিমধারী

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। গত তিন দিনে ২১ লাখেরও বেশি মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন। মোবাইল ফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্ম দিবস শুরু হয়েছে। তাই রাজধানীর কর্মজীবীরাও শহরে ফিরতে শুরু করেছেন ঈদের পরদিন থেকে।

১০ এপ্রিল থেকে এবার সরকারি ছুটি শুরু হয়। মূল ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন, অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার ছিল পহেলা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিন ছুটি ছিল। তখন অপারেটরদের সূত্রে ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছাড়ার হিসাব পাওয়া যায়। ওই দুই দিনে ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী ঢাকা ছেড়েছিলেন।

এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান ৩০ লাখ মানুষ।

উল্লেখ্য, গত বছর ঈদুল ফিতরের সময়ে ঈদের আগের পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছিলেন।