দিনাজপুরে জুয়া খেলার সময় আটক ৬

দিনাজপুরে জুয়া খেলার সময় আটক ৬

ছবিঃ সংগৃহীত।

জুয়া খেলার অভিযোগে দিনাজপুরের খানসামায় ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর ডুমকুড়াপার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন খানসামা উপজেলার কাচিনীয়া বশির মুন্সিপারা এলাকার মৃত হযরত আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), দেউলগাঁও লাল্টুশাহপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মো. সুলতান (২৫) ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫১), রামনগর দাসপাড়া এলাকার মৃত রমনাথ দাসের ছেলে লাল দাস (৩৫) ও একই এলাকার রবিন দাসের ছেলে প্রতাপ দাস (২৮)।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, খানসামার ভাবকী ইউপির রামনগর ডুমকুড়াপার এলাকায় এক লিচু বাগানে জুয়া খেলছিল জুয়াড়িরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক ৬ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এবিষয়ে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।