জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ

ফাইল ছবি

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কিছুটা কমিয়ে আনল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ।

মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরের জন্য তৃতীয়বারের মতো বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ।

গত অক্টোবরে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ শতাংশ। এর আগে একই অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে গতকাল প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়। এসব কারণের মধ্যে উচ্চ হারের মূল্যস্ফীতির কথাও বলা হয়েছে। যদিও এই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ। 

আইএমএফের আগে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকে চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। ওই দুই সংস্থাও জিডিপির পূর্বাভাস কমিয়ে আনার পেছনে প্রায় একই ধরনের কারণ উল্লেখ করেছে। এর পাশাপাশি গ্যাস–বিদ্যুতের ঘাটতি, ব্যাংক ঋণে সুদহারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও আর্থিক খাতের ভঙ্গুরতায় বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরার কথাও উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

গত মাসে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল–২০২৪’ প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। অন্যদিকে সোমবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৪–প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ১ শতাংশ হতে পারে।