এরদোয়ানের সঙ্গে বৈঠকে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া

এরদোয়ানের সঙ্গে বৈঠকে তুরস্কে যাচ্ছেন হামাস নেতা হানিয়া

ছবিঃ সংগৃহীত।

হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া চলতি সপ্তাহান্তে (শুক্রবার) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনটিভি। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি-নাতনিসহ পরিবারের সাত সদস্যকে হারানোর এক সপ্তাহেরও বেশি সময় পর এই বৈঠকের পরিকল্পনা করা হলো।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের সমর্থক হিসেবে পরিচিত। ইসরায়েল ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এরদোয়ান নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন।গাজায় একাধিকবার ত্রাণভর্তি জাহাজও পাঠিয়েছে তুরস্ক।

এরদোয়ান হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি সপ্তাহান্তে প্যালেস্টাইনের নেতাকে স্বাগত জানাব। ।আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।