হাতীবান্ধায় উপজেলা নির্বাচনে বৈধতা পেলেন ৪ প্রার্থী

হাতীবান্ধায় উপজেলা নির্বাচনে বৈধতা পেলেন ৪ প্রার্থী

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজনের মধ্যে বৈধতা পেলেন চার চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে বুধবার (১৭ এপ্রিল) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন গত সোমবার ১৫ এপ্রিল স্বামী-স্ত্রী সহ পাঁচজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। 

বুধবার (১৭ এপ্রিল) মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত-এর মনোনয়ন অবৈধ ঘোষণা করে জেলা নির্বাচন অফিসার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আটজন ও তিন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বৈধ বলে ঘোষণা দেয়। এখন তিন পদে মোট ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধতা পেল।

এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু এবং সাবেক পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত-এর স্ত্রী শাহানা ফেরদৌসী সিমার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মঞ্জু, এস এম শামসুজ্জামান সেলিম, আলা উদ্দিন মিয়া, বাপ্পি শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ইসলাম, দুলাল চন্দ্র রায়, আনোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাকতুফা ওয়াসিম বেলী, শারমিন সুলতানা সাথি  ও নাসরিন বেগমের মনোনয়ন বৈধতা পায়। হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।