১৫০ কিমি গতিবেগে লুইসিয়ানায় আঘাত হানল হ্যারিকেন ‘লরা’, মৃত্যু ৬

১৫০ কিমি গতিবেগে লুইসিয়ানায় আঘাত হানল হ্যারিকেন ‘লরা’, মৃত্যু ৬

হ্যারিক্যান লারার তাণ্ডবে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ।

আমেরিকার দক্ষিণ প্রান্তের রাজ্য লুইসিয়ানায় প্রায় ১৫০ কিমি গতিবেগে হ্যারিকেন ‘লরা’ আঘাত হেনেছে। বৃহস্পতিবারের (স্থানীয় সময়) এই ঝড়ের তাণ্ডবে ধ্বংশযজ্ঞে পরিনত হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের।

যা পূর্বাভাস ছিল তার চেয়ে অনেক কম ক্ষয় ক্ষতি হয়েছে। তবে ঠিক কতটা ক্ষয় ক্ষতি হয়েছে তা বুঝতে করতে কয়েক দিন সময় লাগবে। বৃহস্পতিবার বিকেলে লুইসিয়ানা, টেক্সাস এবং আরকানসাসে কমপক্ষে ৮ লক্ষ ৬৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ওই এলাকার গভর্নর জন বেল এডওয়ার্ডস একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পর্যন্ত লুইসিয়ানার সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

ঘূর্ণিঝড় লরার সর্বাধিক গতি ছিল ১৫০ মাইল (২৪১ কিলোমিটার)। যা কিনা অতিক্রম করেছে হ্যারিকেন ক্যাটরিনাকেও। ২০০৫ সালে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১২৫ মাইল।

উল্লেখ্য, লরার আগমনীর সংবাদ পেয়েই প্রায় পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে মার্কিন সরকার। টেক্সাস ও লুইসিয়ানা প্রদেশের সরকার সামাজিক দূরত্ব রেখে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়। যার ফলে মৃত্যু অনেক কমানো গেছে বলে মত বিশেষজ্ঞ মহলের।