কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপকে আরও স্মার্ট করার উদ্যোগ নিয়েছে মেটা। তাও এআই স্মার্ট। সম্প্রতি বিশ্বজুড়েই ইউজারদের জন্য জেনারেটিভ এআই, মেটা এআই-এর মতো ফিচার ধীরে ধীরে আনতে চলেছে হোয়াটসঅ্যাপে।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া এ নতুন সুবিধায় চ্যাট করা যাবে আরও সহজে। এআই চ্যাটবটে প্ল্যাটফর্মটি কাজ করবে চ্যাটজিপিটির মতো। এই চ্যাটবটে প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন ব্যবহারকারী। নিমিষেই মিলবে উত্তর। 

মেটা জানিয়েছে, এআই চ্যাটবটের সঙ্গে বেশি কিছু ইউজারদের যুক্ত করাই আপাতত হোয়াটসঅ্যাপের লক্ষ্য। তবে আপাতত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ চালুর পর ওপরে ডান দিকে মিলবে অপশন।

এদিকে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে।