হকি শিরোপা নিষ্পত্তিতে আরো বিলম্ব

হকি শিরোপা নিষ্পত্তিতে আরো বিলম্ব

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার বিভাগ হকি লিগের জটিলতা কাটছেই না। আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ায় বাইলজ অনুযায়ী প্লে অফ হওয়ার কথা। ফেডারেশন আগামীকাল বিকেলে প্লে অফ ম্যাচ জানিয়ে চিঠি দিয়েছিল দুই ক্লাবকে। 

দুই ক্লাবই আজ ফেডারেশনকে ফিরতি চিঠি দিয়েছে। দুই ক্লাবই আগামীকাল ম্যাচ খেলতে অপরাগতা প্রকাশ করেছে। কারণ হিসেবে দেখিয়েছে দুই দলেরই কয়েকজন খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে যাওয়া। 

উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা আগামীকাল ম্যাচ আয়োজন করতে চেয়েছিলাম। মেরিনার্সের বিদেশি খেলোয়াড় নেই, আবাহনীর কয়েকজন খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে দেশের বাইরে খেলবে। সেই টুর্নামেন্ট থেকে ফিরে আসার পর পুনরায় ম্যাচ আয়োজন করতে হলে আবার বিদেশি আম্পায়ার আনা ও আনুষাঙ্গিক কিছু ব্যয় রয়েছে। সেই ব্যয়ের অনুমতি নেয়ার জন্য লিগ কমিটি থেকে বিষয়টি নির্বাহী সভায় পাঠানো হয়েছে।’

বাইলজে স্পষ্ট উল্লেখ নেই প্লে অফ না হলে কিভাবে শিরোপা নির্ধারণ হবে। তাই বিষয়টি নির্বাহী সভায় বিষয়টি আলোচনা হবে, ‘আমরা বাইলজ অনুযায়ী প্লে অফ আয়োজন করতে চাই। নির্বাহী সভা সর্বোচ্চ অবস্থানে। নির্বাহী সভায় সকলের মতামতের ভিত্তিতেই মূলত সিদ্ধান্ত হবে প্লে অফ বা লিগ সংক্রান্ত বিষয়ে।’ 

বাংলাদেশের হকির বাস্তবতায় প্লে অফ খেলার রেকর্ড নেই। সেই দৃষ্টিকোণ থেকে আবাহনী-মেরিনার্স যুগ্ম শিরোপার দিকেই হাটছে বলে অনুমেয় সবার। মাঠের খেলার শিরোপা নিষ্পত্তি হকিতে টেবিলে হওয়ার রেকর্ড নতুন নয়। ২০১৮ সালে মোহামেডান-মেরিনার্স ম্যাচটি শিরোপা নির্ধারণী ছিল। সেই ম্যাচ ৪৪ মিনিট পর স্থগিত হয়। লিগ কমিটি সিদ্ধান্ত দিতে না পেরে পরে নির্বাহী সভায় উঠে। তখন নির্বাহী সভায় ঐ ম্যাচ ড্র ঘোষণা করা হয়। এতে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়।